ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


নির্বাচনের আগে পাচটি জনসভা করবেন:প্রধানমন্ত্রী


১৭ ডিসেম্বর ২০১৮ ০৩:৪০

ফাইল ফটো

আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণার কর্মসূচি ঘোষণা করেছে।   মোট পাঁচ জায়গায় চারদিনে পাঁচটি জনসভা করার কথা রয়েছে। নির্বাচনি সময়কালীন মোট ১০ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি। দলের বিশেষ সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

জানাগেছে, ২১ ডিসেম্বর রাজধানীর গুলশানে, ২২ ডিসেম্বর সিলেটে, ২৩ ডিসেম্বর রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জ এবং ২৪ ডিসেম্বর রাজধানী কামরাঙ্গীরচরে।

২১ ডিসেম্বর দুপুর ২টায় গুলশানে এবং ২৪ ডিসেম্বর বেলা ১১টায় কামরাঙ্গীরচর মাঠে সমাবেশ করবেন আওয়ামী লীগ সভানেত্রী। এছাড়া ঢাকার বাইরে তিনটি জনসভা করবেন তিনি। ২২ ডিসেম্বর সিলেটের তিনটি মাজার জিয়ারতের পর দুপুর ২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এবং ২৩ ডিসেম্বর দুপুর ২টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করবেন শেখ হাসিনা।

এর বাইরে তিনদিনে ১০ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনি জনসভা করবেন শেখ হাসিনা। এরমধ্যে ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় শেখ হাসিনার বাসভবন সুধা সদন থেকে নড়াইলে মাশরাফি বিন মুর্তজা, কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম, বান্দরবানে বীর বাহাদুর উশৈসিং এর নির্বাচনি এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

১৯ ডিসেম্বর র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্বাচনি আসন ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজারে সাইমুন সরওয়ার সিদ্দিক কমল, পিরোজপুরের শ ম রেজাউল করিম এবং চট্টগ্রামে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্বাচনি এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি।

২০ ডিসেম্বর বেলা ১১টায় গাইবান্ধা-৫ আসনে ফজলে রাব্বী, জয়পুরহাটের আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহীর ওমর ফারুক এর নির্বাচনি এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বক্তব্য রাখবেন।