ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


রেকর্ড সংখ্যক বিল পাস


২১ সেপ্টেম্বর ২০১৮ ০০:৪৮

দশম জাতীয় সংসদের শেষ মেয়াদে রেকর্ড সংখ্যক বিল পাস হয়েছে। ২২তম এ অধিবেশনের আট কার্যদিবসে ইতোমধ্যেই ১৪টি বিল পাস হয়েছে। শেষ দিনে আরও পাস হতে যাচ্ছে আরও চারটি বিল। আগে এতো কম সময়ে এমন সংখ্যক বিল পাসের নজির নেই।

পাস হওয়া বিলগুলোর মধ্যে উল্লেখ যোগ্য-

১। ডিজিটাল নিরাপত্তা আইন।
২। সড়ক পরিবহন ‌আইন।
৩। ‘কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান আইন।
৪। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল।
৫। কৃষি বিপণন বিল।
৬। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল।

গত ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয় এ অধিবেশন। যা ২০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। শুক্র-শনিবার ছাড়া ১০ কার্যদিবস অধিবেশন চলে। তবে প্রথম দিন বর্তমান সংসদের দু’জন সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হওয়ায় অন্যান্য সকল কার্যসূচি স্থগিত থাকে। তাছাড়া ১১ সেপ্টেম্বর বিদ্যুৎ বিপর্যয়ের কারণে এক ঘণ্টা অধিবেশন চালানোর পর তা স্থগিত হয়ে যায়। এ কারণে ১০ দিন চললেও মূলত ৮ কার্যদিবসে সমস্ত কার্যক্রম পরিচালিত হয়।

প্রসঙ্গত, দশম সংসদের সময় শেষ হয়ে যাচ্ছে। আর একটি অধিবেশনই রয়েছে বর্তমান সরকারের। অক্টোবরের মাঝামাঝিতে সংক্ষিপ্ত একটি অধিবেশন ডেকেই ‍সমাপ্ত হবে দশম সংসদ।

এসএ