ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


মুক্তিযোদ্ধারা পাবেন ১৫ লাখ টাকার বাড়ি


১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৩:০৩

আ ক ম মোজাম্মেল হক ছবি ফাইল ফটো

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের জন্য এ বছর ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ মাসেই উপজেলাভিত্তিক বরাদ্দ দেওয়া হবে।

শুক্রবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, উপজেলায় যাচাই-বাছাইয়ে যারা বাতিল হয়েছেন, তারা কোনো অবস্থায় মুক্তিযোদ্ধা ভাতা পাবেন না।

উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে এ সভায় আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।