ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


মুক্তি হলো না শহিদুল আলমের


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০০

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আটক হওয়া আলোকচিত্রী শহিদুল আলমকে জামিন দেন নি আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারপতি কে এম ইমরুল কায়েস শুনানি শেষে এ আদেশ দেন।

শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও ব্যারিস্টার সারা হোসেন। জামিনের বিরোধিতা করে শুনানি করেন মহানগর পিপি আব্দুল্লাহ আবু।

উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন আদালত।

গত ১২ আগস্ট সাত দিনের রিমান্ড শেষে শহিদুল আলমকে আদালতে হাজির করেন। সেই সাথে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আরমান আলী।

৫ আগস্ট রাতে ধানমন্ডি নিজ বাসা থেকে আটক করার অভিযোগ করেন পরিবার ও দৃক গ্যালারি কর্তৃপক্ষ।

এসএমএন