ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


৮ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ


২ সেপ্টেম্বর ২০১৮ ২২:২৩

চাকরিতে বয়সসীমা ৩৫ করতে চলতে বছরের ২৭ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করা সত্বেও বাস্তবায়ন নিয়ে কোন পদক্ষেপ নেই। তাই আগামী ৮ সেপ্টেম্বর দেশব্যাপী মানববন্ধন ও জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের পক্ষে আহ্বায়ক সঞ্জয় দাস।

মানববন্ধনে বক্তরা বলেন, ১৯৯১ সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়। এরপর দীর্ঘ ১৮ বছরেও চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি করা হয়নি। কিন্তু ২১ বছর পরে সরকার অবসরের বয়সসীমা বাড়িয়ে ৫৯ করলেও প্রবেশের বয়স বাড়ায়নি।

বক্তারা আরো বলেন, আমরা ৬ বছর ধরে চাকরির বয়স জটিলতায় বেকার থাকার কথা উল্লেখ্য করে বলেন, আগামী ৪০তম বিসিএস পরিক্ষার পূর্বেই এর বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশের মতো এশিয়ার কোন দেশে চাকরির এমন জটিলতা নেই দাবি করে বক্তারা বলেন, এশিয়াসহ বিশ্বের অনেক দেশ রয়েছে যেখানে চাকরির বয়সসীমার মধ্যে একটা সমন্ময় রয়েছে। কিন্তু বাংলাদেশে সেশনজটসহ নানা জটিলতা লেগেই থাকে। তাই এ অযৌক্তিক শিক্ষাব্যবস্থা পরিবর্তন করতে সরকারের প্রতি অনুরোধ জানান তারা। সেই সাথে পরবর্তী সংসদ অধিবেশনে এ বিষয়ে আলোচনা করার দাবি জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দাসের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সবুজ ভূইয়া ও কামরুন নাহার ঝুমা, রিপা ইসলাম, মারজুক হোসেন, তানভীর আহম্মেদ, বিজিত শিকদার, অনিন্দ রায় প্রমুখ।

এমএ