ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


সমকামিতা নিয়ে মাহাথিরের বিস্ফোরক মন্তব্য!


৭ সেপ্টেম্বর ২০১৮ ০২:৪৪

সম্প্রতি মালয়েশিয়ার টেরেংগানু প্রদেশে সমকামিতার অভিযোগে অভিযুক্ত দুই তরুণীকে জনসম্মুখে বেত্রাঘাতের ঘটনায় মুখ খুলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

তিনি বলেন, ওই দুই তরুণীকে বেত্রাঘাত করায় ইসলামি ন্যায়বিচার প্রতিফলিত হয়নি। দেশটির মন্ত্রিপরিষদ মনে করে, টেরেংগানু প্রদেশে সমকামিতার অভিযোগে অভিযুক্ত দুই তরুণীকে বেত্রাঘাতের বিষয়ে একটি নেতিবাচক প্রভাব পড়েছে। এতে ইসলামকে কেউ কেউ অন্য দৃষ্টিতে দেখতে পারেন। এই শাস্তির মধ্য দিয়ে ন্যায়বিচারের মানদণ্ড প্রতিফলিত হয়নি। এমনকি ইসলামের প্রতি সহানুভূতিও প্রকাশ পায়নি।

মাহাথির বলেন, মন্ত্রিপরিষদ মনে করে ওই তরুণীরা যা করেছিলেন তা ছিল তাদের প্রথম অপরাধ। তাই প্রথমে তাদেরকে উপদেশ দেয়া ছিল বেশি যথাযথ। তাদেরকে প্রথমবারেই বেত্রাঘাতের শাস্তি দেয়া উচিত হয়নি।

তিনি আরও বলেন, এটা প্রদর্শন করা খুবই গুরুত্বর্পূণ যে ইসলাম কোনও কঠোর ধর্ম নয়। এমন কঠোরতার পথ দেখায় না ইসলাম। আমরা আশা করি ইসলামের বিষয়ে আমাদেরকে আরও সতর্ক হতে হবে। দেখাতে হবে যে, ইসলাম এমন একটি ধর্ম যেখানে সমঝোতা ও বিবেচনা কাজ করে।

এসএ