ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


২৩ ওষুধ প্রত্যাহারের নির্দেশ


১৭ অক্টোবর ২০১৮ ০৯:২৪

চীন থেকে আমদানিকৃত ‘ভালসারটান’ নামে এক প্রকার কাঁচামাল দিয়ে তৈরি ৬ কোম্পানির ২৩ প্রকারের ওষুধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

রোববার (১৪ অক্টোবর) ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

ছয়টি কোম্পানি হলো- ইনসেপটা ফার্মাসিউটিক্যালস, পপুলার ফার্মাসিউটিক্যালস, দি একমি ল্যাবরেটরিজ, ড্রাগ ইন্টারন্যাশনাল, রেনাটা ইন্টারন্যাশনাল ও হেলথকেয়ার ইন্টারন্যাশনাল।

চিঠিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাত দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ ওষুধগুলো কোনও ফার্মেসিতে পাওয়া গেলে তা সিলগালা করে পরিমাণ উল্লেখসহ সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান/নিকটস্থ ডিস্ট্রিবিউশন চ্যানেল/প্রতিনিধিকে ফার্মেসি থেকে তা সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রুহুল আমিন বলেন, চীন থেকে আমদানি করা ভালসারটান নামক কাঁচামালে কার্সিনোজেনিক এজেন্ট এনডিএমএ (এন-নাইট্রোসোডিমেথিলামাইন) শনাক্ত হওয়ায় ওই কাঁচামালে উৎপাদিত ওষুধ বাজার হতে এএমএ, ইউএসএফডিএসহ ২৩টি ওষুধ প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

এমএ