ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


আসছে নাটক ‘সমাজের কাল সাপ’


১৫ নভেম্বর ২০১৮ ১৮:০৪

ছবি-নতুন সময়

গণমাধ্যমকর্মীদের নিয়ে নাটক নির্মাণ করেছেন পরিচালক সুমন মজুমদার। এই নাটকের নাম দিয়েছেন ‘সমাজের কাল সাপ’। মূলত সমাজের নানা অসঙ্গতিই এই নাটকের মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক। মাদক, বাল্যবিবাহ, যৌতুক মানব পাচার নিয়ে নির্মিত এই নাটকের গল্প ও চিএনাট্য তৈরি করেছেন মঞ্জুর হোসেন ভুইয়া। প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম। লায়ন মীর আব্দুল আলীম নিবেদিত নাটকটি খুব শীঘ্রই টেলিভিশনে দেখা যাবে।

নাটকটিতে অভিনয় করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা। রাজধানীর পূর্বাচলের বাঙ্গাল বাড়ী ও জিন্দা পার্কে নাটকটির শুটিং করা হয়েছে।

এতে অভিনয় করেছেন- সাইফল ইসলাম, সুমন মজুমদার, মঞ্জুর হোসেন ভূইয়া, মুকবুল হোসেন, জি এম সহিদ, মাসুদ মোল্লা, যুবরাজ রাজ্জাক, রুবেল, সুজন, শাহিন, সুন্দর আলী, মাসুদ পারভেজ, শরিফ, নাজমুল হোসেন, ইনেসপেক্টর রফিক, ঐর্থি, বর্ষা, ছালমা, মিথিলা, শিশু শিল্পী হিরা।

এ বিষয়ে রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট কলামিষ্ট, গবেষক লায়ন মীর আব্দুল আলীম বলেন আমার নিবেদিত “সমাজের কাল সাপ” নাটকটি দর্শকের মনে স্থান পাবে। নাটকির কাহিনী অত্যন্ত চমৎকার।