ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


ভালো নেই আফজাল শরীফ


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩৫

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত কমেডি অভিনেতা আফজাল শরীফ বর্তমানে ভালো নেই। দীর্ঘ ৪ বছর ধরে মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন ঢাকাই ছবির পাঁচ শতাধিক ছবির এ অভিনেতা।

অসুস্থতার ফলে আফজাল শরীফের পক্ষে এখন নিয়মিত অভিনয় করা সম্ভব হচ্ছে না। কিছুদিন পর পর থেরাপি নিতে হয়। চিকিৎসার জন্য মোটা অংকের টাকা ব্যয় করতে হচ্ছে তাকে। এখন অভিনয় করতে না পারায় এই মোটা অংকের টাকার যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে আফজাল শরীফকে। তাই বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার সহায়তা চাইলেন আফজাল শরীফ।

এ বিষয়ে আফজাল শরীফ বলেন, ‘প্রায় চার বছর থেকে মেরুদণ্ড, কোমর ও পায়ের ব্যথায় ভুগছি। থেরাপি নিলে কিছুদিন ভালো থাকি। আবার অসুস্থ হয়ে পড়ি। আগের মত প্রাণ খুলে শুটিংও করতে পারি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না পা ফুলে যায়। অনেকেই পরামর্শ দিচ্ছেন দেশের বাইরে চিকিৎসা নিতে। কিন্তু সেই অর্থও নেই আমার কাছে।’

কোনো পথ খুঁজে না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাইলেন এই অভিনেতা। আফজাল শরীফ বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক শিল্পীর পাশে দাঁড়িয়েছেন। আমি আশা করছি আমার পাশেও থাকবেন। আমি আবার আগের মত অভিনয় করতে চাই। ভালো থাকতে চাই।’

কেআই