ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


জাপানে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন


৬ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৩৭

জাপানের উত্তরাঞ্চলে অবস্থিত হোক্কাইডোতে ভয়াবহ ভূমিকম্পের পর দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য হেল্পলাইন চালু করেছে দূতাবাস।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে ৬.৭ মাত্রার এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হানে জাপানে।

দূতাবাস সচিব শিপলু জামান জানান, হোক্কাইডোতে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। তাদের কে হেল্প নম্বরে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। ভুমিকম্প পরবর্তী মৃদু কম্পন চলমান রয়েছে বলে জানা গেছে। দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।

তিনি জানান, ঐ অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সাথে দূতাবাস যোগাযোগ করেছে। এখন পর্যন্ত কোন বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি।

ইতোমধ্যে দূতাবাস একটি হেল্পলাইন চালু করেছে (+৮১-৮০-৪০৬৫৬৬০১ অথবা +৮১-৮০-৪৪৫৬১৯৭১)। আক্রান্ত এলাকায় বসবাসরত সকল বাংলাদেশিকে যথাযথ সতর্কতা অবলম্বনের জন্য এবং যেকোন তথ্য সহায়তার জন্য হেল্পলাইনে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এসএ