ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


শওকতের পরিবারের পাশে দাঁড়াল মালদ্বীপ প্রবাসীরা


১৮ নভেম্বর ২০১৮ ০১:০৬

মালদ্বীপের রাজধানী মালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মো. শওকত। মৃত শওকতের পরিবারকে মালদ্বীপ প্রবাসীদের পক্ষ থেকে অনুদান দেয়া হয়। যা নতুন সময় টিভির সাংবাদিক জুয়েল খন্দকার, সংবাদ টিভির সাংবাদিক মনির হোসেন নেতৃত্বে থেকে গতকাল দুপুরে নিহত শওকতের ছেলে রনি হাওলাদার এর একাউন্টে সোনালী ব্যাংক গৌরনদী বরিশালে ২ লাখ ৩০ হাজার টাকা পাঠানো হয়৷

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী কাজী মুখলেছ, বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ হাফিজ, প্রবাসী জুয়েল সিকদার, হেদায়াত উল্লাহ, আলি হোসেন, আমির হোসেন, রবিউল আউয়াল, নজরুল ইসলামসহ আরো প্রবাসী বাংলাদেশিরা৷

এই আর্থিক সহযোগীতার জন্য মৃত শওকতের পরিবার মালদ্বীপ প্রবাসীদের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন ৷ উল্লেখ্য ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় মালদ্বীপের রাজধানী মালে মোহাম্মদ শওকত (৪২) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। জানা যায়, ডিউটিতে যাবার সময় রাস্তায় স্ট্রোক করলে, তার সাথে থাকা সহকর্মীরা তাৎক্ষণিক মালে IGMH হসপিটালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন! মৃত মোহাম্মদ শওকত এর বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার বদরপুর গ্রামে, তার দুই মেয়ে ও এক ছেলে আছে। তার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অক্টোবর ২০১৮ মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় মালদ্বীপের রাজধানী মালে মোহাম্মদ শওকত (৪২) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। জানা যায়, ডিউটিতে যাবার সময় রাস্তায় স্ট্রোক করলে, তার সাথে থাকা সহকর্মীরা তাৎক্ষণিক মালে IGMH হসপিটালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন! মৃত মোহাম্মদ শওকত এর বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার বদরপুর গ্রামে, তার দুই মেয়ে ও এক ছেলে আছে। তার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএ