ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি নারীর কারাদণ্ড


১ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০৩

বাংলাদেশিসহ ১৬২ নারীকে ২৫-৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন মালয়েশিয়ার আদালত। বুধবার (২৯ আগস্ট) কুয়ালালামপুরের আদালত এ আদেশ দেন। দণ্ড পাওয়া ১৬২ জনের মধ্যে ৪ জন বাংলাদেশের নাগরিক, ১৫২ জন থাইল্যান্ড ও অন্যরা কোরিয়া ও লাওসের নাগরিক।

দেশটির পুলিশ জানিয়েছে, গেল ৩ আগস্ট স্থানীয় রাত ১১টার পর তিনটি নাইট ক্লাবে অভিযান চালায়। ওই অভিযানে দেহ ব্যবসার অভিযোগে তারা গ্রেপ্তার হন।

মালয়েশিয়ার পুলিশ আরো জানিয়েছে, তারা ১২ বাংলাদেশিসহ ১৮ শ্রমিককে উদ্ধার করেছে, যারা দীর্ঘদিন বেতন না পেয়ে জিম্মি থেকে কাজ করতে বাধ্য হয়েছেন। তারা কর্মরত ছিলেন সবজি ফ্যাক্টরিতে। ওই ঘটনায় ২ নারী মালিককেও আটক করেছে পুলিশ। পরে আদালত তাদের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে।

উদ্ধার আঠারো জনের বারো জন বাংলাদেশি ও ছয়জন মিয়ানমারের নাগরিক। তারা দুই মাস বেতন ছাড়া কাজ করেছে। মালিকপক্ষ তাদের প্রতিদিন সকাল ৮ থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করাতো। বেতন চাইলেই টালবাহানা করত মালিক পক্ষ। বলত_ তোদের নিজ দেশে ফিরে যাওয়ার দিন পুরো বেতন দিয়ে দেবো।