ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


কাজীকে ফাঁসিয়ে ভেগেছে বর-কনে!


১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৪১

প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় বাল্যবিয়ের দায়ে তিনদিনের কারাদণ্ড হয়েছে কনের দাদা বরকত আলী (৭০) ও বিয়ে পড়ানো কাজী মৌলভি হাফেজ নজরুল ইসলামের (৫৬)।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গাংনীর বেতবাড়ীয়া গ্রামে কনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন।

জানা গেছে, বেতবাড়ীয়ার সাহেব আলীর নবম শ্রেণি পড়ুয়া আয়েশা খাতুনের বিয়ে ঠিক হয় একই গ্রামের কালু মন্ডলের ছেলে সাজারুল ইসলামের সঙ্গে। এদিন বিকেলে কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এসময় বর-কনে ও দুই পক্ষের লোক পালিয়ে যান। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের পুলিশের হাতে ধরা পড়েন কনের দাদা ও কাজী।

আটক নজরুল ইসলাম ও বরকত আলী

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল বলেন, কনের দাদা ও কাজীকে তিনদিন করে কারাদণ্ডের আদেশ দিয়ে আদালতে সোপর্দ করতে গাংনী থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, আসামিরা পুলিশ হেফাজতে আছে। তাদের কারাগারে পাঠানো হবে।

এমআর